দেশে করোনার সংক্রমণ নতুন করে বৃদ্ধির পাওয়ায় এর বিস্তার রোধে জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটি (এনটিএসি) ছয়টি সুপারিশ করেছে।
এনটিএসি’র সুপারিশ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সুপারিশগুলো হলো:
১. স্বাস্থ্য নির্দেশিকা বজায় রাখার জন্য জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে মিডিয়াকে অনুরোধ করা
২. সর্বত্র মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা, ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি কার্যকর করা, সামাজিক দূরত্ব নিশ্চিত করা এবং জনসমাগম এড়িয়ে চলা।
৩. মসজিদ, মন্দির এবং গীর্জাসহ সকল ধর্মীয় উপসনালয়ে মাস্ক ব্যবহার নিশ্চিত করুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন।
৪. জ্বর, কাশি এবং সর্দিসহ করোনা উপসর্গ দেখতে পেলে লোকেদের করোনা পরীক্ষা করতে বলা।
৫. সকল শপিংমল, দোকান, মার্কেট, হোটেল-রেস্তোরাঁয় মাস্ক ব্যবহার নিশ্চিত করা বা আইনি ব্যবস্থা নেয়া।
আরও পড়ুন: দেশে করোনায় শনাক্ত ২ হাজার ছাড়াল, মৃত্যু ২
৬. মসজিদের ইমামদের স্বাস্থ্য নির্দেশিকা বজায় রাখার জন্য এবং জুমার নামাজের সময় সবাইকে মাস্ক পরার জন্য খুতবা দিতে হবে।
সুপারিশ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও মন্ত্রিসভা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।
করোনা পরিস্থিতি
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে দুই হাজার ৮৭ জনের এই ভাইরাস শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১৪৫ জন এবং শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৬৯ হাজার ৩৬১ জনে পৌঁছেছে। এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আট হাজার ৪৯২ নমুনা সংগ্রহ করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৭ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৮ শতাংশ।
এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২০০ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ সাত হাজার ৬৭ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮৪ শতাংশ।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি করোনায় আক্রান্ত: প্রধান বিচারপতি