স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা সোমবার এসব তথ্য জানান।
তার দেয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪২ হাজার ১০২ জন। আর মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৮৪ জনে।
করোনা শনাক্তের জন্য গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ২৩৮টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ৪ হাজার ২৪৯টি।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩১.৯১ শতাংশ। মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০.২১ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩০ জনের মধ্যে পুরুষ ২৫ এবং নারী পাঁচজন।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১০৬৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৭ হাজার ৯০৫ জন। সুস্থতার হার ৫৬.৯৬ শতাংশ।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।
বিশ্ব পরিস্থিতি:
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮০ লাখ ৮২ হাজার ৬১৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ৮৯ হাজার ৪২৮ জন।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান প্রদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং পরে তা দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে যায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত ১১ মার্চ করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে।