মঙ্গলবার সচিবালয় থেকে ‘টুওয়ার্ডস জেন্ডার রেস্পনসিভ কোভিড-১৯ রিকোভারি: এক্সপিরেয়েন্স ফ্রম এশিয়া এন্ড প্যাসিফিক’ শীর্ষক এক ভার্চুয়াল কনফারেন্সে যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি।
ইউএন উইমেনের ব্যাংকক আঞ্চলিক অফিসের পরিচালক মোহাম্মাদ নাছরির সঞ্চালনায় ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে এশিয়া প্যাসিফিক অঞ্চলের নয়টি দেশের মহিলা বিষয়ক মন্ত্রীরা কথা বলেন।
ভার্চুয়াল সভায় স্বাগত বক্তব্য দেন জাতিসংঘের সহকারী মহাসচিব ও ইউএন উইমেনের নির্বাহী পরিচালক আনিতা ভাটিয়া।
প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা তার বক্তব্যে করোনা সংকটে এশিয়া প্যাসিফিক অঞ্চলের নারী উদ্যোক্তাদের ক্ষতি কাটিয়ে উঠতে আর্থিক সহায়তা, ঘরে বসে কাজ করা ও সরকারি-বেসরকারি সকল নাগরিক সুবিধা পাওয়ার বিষয় সুপারিশ হিসেবে তুলে ধরেন।
সুপারিশে তিনি উল্লেখ করেন, গবেষণা ও উন্নয়নের উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে বিশ্ব নেতৃবৃন্দকে একসাথে কাজ করে কোভিড-১৯ সংক্রামক ব্যাধিকে চিরতরে পৃথিবী থেকে দূর করতে হবে।