রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘এখন থেকে সব ধরনের ট্রেন চলাচল পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।’
সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার সোমবার এক সিদ্ধান্তে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। সেই সাথে জেলা প্রশাসনকে সহায়তা করতে মঙ্গলবার থেকে মাঠে নামানো হয় সশস্ত্র বাহিনী। তারা উপকূলীয় অঞ্চলসহ দেশে বিভাগীয় ও জেলা শহরে মোতায়েন থেকে সামাজিক দূরত্ব বজায় রাখা ও করোনাভাইরাস রোধের উদ্যোগগুলো জোরদারে বেসামরিক প্রশাসনকে সাহায্য করবে।
এর আগে দেশে করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে ১৭ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।
এদিকে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মঙ্গলবার পর্যন্ত বিশ্বজুড়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫১৫ জনে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৩ লাখ ৭৮ হাজার ৯৬৫ জন। এদের মধ্যে বর্তমানে ২ লাখ ৬০ হাজার ৩৮১ জন চিকিৎসাধীন এবং ১২ হাজার ৬২ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এছাড়া, ১ লাখ ২ হাজার ৬৯ জন সুস্থ হয়ে উঠেছেন।
অন্যদিকে, করোনাভাইরাসে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এ নিয়ে দেশে করোনাভাইরাসে চারজনের মৃত্যু হলো।
এছাড়া, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। দেশে বর্তমানে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৯ জন।