মৃত কনস্টেবল তৌহিদুল ইসলাম ডিএমপির অধীনে ট্রাফিকের (উত্তরা বিভাগ) এয়ারপোর্ট এলাকায় কর্মরত ছিলেন।
তৌহিদের মৃত্যুর মধ্যদিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের ৩৭ জনের মৃত্যু হলো।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহা পুলিশ পরিদর্শক (এআইজি) (গণমাধ্যম) মো. সোহেল রানা জানান, তৌহিদ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।
তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
পুলিশের ব্যবস্থাপনায় লাশ রংপুর জেলার মিঠাপুকুর থানার বজরোক সান্তোষপুর গ্রামে পাঠানো হয়েছে। পরে সেখানে সিনিয়র পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ দাফন করা হয়।
এদিকে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৮৬৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া আরও ৪০ জনের মৃত্যুবরণের মধ্যদিয়ে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৬৬১ জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তার দেয়া তথ্য অনুযায়ী, ৬৬টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ২৭৫টি। নমুনা পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১৮ হাজার ৪৯৮টি।
গত ২৪ ঘণ্টায় ৩৮৬৮ জনসহ দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ৩০ হাজার ৪৭৪ জন।