সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষায় আরও এক নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
সোমবার সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনা টেস্টে পজেটিভ আসা ওই নারী (২৫) সিলেটের একটি হাসপাতালে সিজার হয়। পরে তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে রবিবার নমুনা সংগ্রহ করা হয়।
এদিকে, করোনায় আক্রান্ত হওয়ার পর সোমবার সকালে ওই নারীকে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ থেকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান আরএমও সুশান্ত।
প্রসঙ্গত, গত রবিবার সিলেটের ল্যাবে মোট ৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। যার মধ্যে এক নারীর করোনা পজিটিভ এসেছে। আগের দিন শনিবারও একজনের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়।