সম্মানসূচক এ পদে তার নিয়োগ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
সিঙ্গাপুরে বসবাসকারী ড. চৌধুরী ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজের (আইএসএএস) মুখ্য গবেষণা ফেলো।
তিনি ২০০৯ সাল থেকে এই মর্যাদাপূর্ণ গবেষণা প্রতিষ্ঠানটির সাথে জড়িত আছেন।
আইএসএএসে তিনি বহুপাক্ষিক সংস্থা ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে গবেষণায় নেতৃত্ব দিয়ে থাকেন।
আন্তর্জাতিকভাবে স্বনামধন্য বিশ্লেষক ড. চৌধুরী জাতিসংঘ এবং বিশ্ব বাণিজ্য সংস্থা, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো বিষয় নিয়ে একাধিক প্রবন্ধ ও বই প্রকাশ করেছেন।
তিনি সিঙ্গাপুরের লি কুয়ান ইউ স্কুল অব পাবলিক পলিসিতে কূটনীতি শেখানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, উপসাগরীয় রাষ্ট্র সমূহ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে লেকচার দিয়েছেন। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে তার এমএ ও পিএইচডি ডিগ্রি রয়েছে।
ড. চৌধুরী বাংলাদেশের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন। সেই সাথে তিনি জাতিসংঘ ও বিশ্ব বাণিজ্য সংস্থায় রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (আঙ্কটাড) মহাসচিবের বিশেষ উপদেষ্টা ছিলেন।
তিনি জাতিসংঘের উল্লেখযোগ্য সংখ্যক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এবং আন্তর্জাতিক পুরস্কার ও সম্মান অর্জন করেছেন।
ড. চৌধুরী ও তার প্রয়াত স্ত্রী নিকোল শিরিন চৌধুরীর একমাত্র কন্যা নওরিন চৌধুরী ফিঙ্ক জাতিসংঘে যুক্তরাজ্য মিশনের সিনিয়র অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন।