তাদের অভিযোগ, গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ‘অতিরিক্ত নির্যাতনে’ বৃহস্পতিবার রাতে মুশতাক আহমেদ মারা গেছেন।
সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পরীবাগ ঘুরে শাহবাগ মোড়ে অবস্থান নেন সংগঠনগুলোর শতাধিক নেতা-কর্মী। তাদের অবস্থানের কারণে শাহবাগ মোড়ের চারপাশের রাস্তায় যানজট সৃষ্টি হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে গাজীপুরের কাশিমপুর কারাগারে লেখক মুশতাক আহমেদ (৫৩) মারা যান।
আরও পড়ুন: লেখক মুশতাকের লাশ পরিবারের কাছে হস্তান্তর
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার লেখক মুশতাকের কারাগারে মৃত্যু
কারা কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কাশিমপুর কারাগার কক্ষে মুশতাক হৃদরোগে অক্রান্ত হন। পরে তাকে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবাদ সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, ‘অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কথা বলায় লেখক মুশতাককে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তিলে তিলে হত্যা করা হয়েছে। ছয়বার জামিন আবেদন করা হলেও তাকে জামিন দেয়া হয়নি।’
তিনি আরও বলেন, ‘আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করার প্রতিবাদ করছি কারণ ডিজিটাল নিরাপত্তা আইন একটি অযৌক্তিক আইন। আমরা অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার দাবি জানাই। ’
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন বলেন, ‘লেখক মুশতাক নয় মাস কারাগারে ছিলেন। বর্তমান সরকার তার মত প্রকাশের অধিকার হরণ করেছে।’
আরও পড়ুন: ফেসবুকে সরকার বিরোধী পোস্ট: কার্টুনিস্টসহ কারাগারে ২
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মঈনুদ্দিন, পাহাড়ি ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক রাজেন্দ্র চাকমা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী পোস্ট দেয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গত বছরের মে মাসে লেখক মুশতাক আহমেদকে গ্রেপ্তার করা হয়েছিল।