রবিবার রাত পৌনে ৩টার দিকের এ ঘটনায় বুড়িচং থানার ওসিসহ চার পুলিশ আহত হয় বলেও জানানো হয়।
নিহতরা হলেন- দেবিদ্বার উপজেলার জয়নাল আবেদীনের ছেলে বাবুল (৩৯), ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর দিঘিরপাড় গ্রামের তাজুল ইসলামের ছেলে এরশাদুল (২৬) ও বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের আবুল হাশেমের ছেলে অলি মিয়া (৪৩)।
কুমিল্লা ডিবি পুলিশের ওসি মো. মাঈনুদ্দিনের ভাষ্য, কুমিল্লায় গোমতী নদীর বেড়িবাঁধে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে বুড়িচং থানা পুলিশ ও ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। গোলাগুলিন একপর্যায়ে তিন ‘ডাকাত’ গুলিবিদ্ধ হয় এবং অন্যরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, পরে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হওয়া তিন জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত প্রত্যেক ‘ডাকাতের’ বিরুদ্ধে ডাকাতি, খুন, অস্ত্র ও মাদকসহ ৫টির বেশি করে মামলা রয়েছে বলেও জানান ওসি মো. মাঈনুদ্দিন।
এদিকে আহত চার পুলিশ সদস্য হলেন- বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস, এসআই মোজাম্মেল, এএসআই গোলাম মহিউদ্দিন ও কনস্টেবল রফিক।
এর আগে ঘটনাস্থল থেকে পিস্তল,পাইপগান, গুলি ও রামদা উদ্ধার করা হয়।