পাঁচ ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়া জেলা কারাগারের দুই কয়েদির মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে কয়েদি আজমল প্রামাণিকের (৬০) মৃত্যু হয়। আর শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মারা যান কয়েদি আবুল কালাম (৪০)।
কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার আব্দুল বারেক জানিয়েছেন, তারা দুজনই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
৩০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি আজমল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইসলামপুর গ্রামের খলিল প্রামাণিকের ছেলে। প্রায় এক বছর ধরে তিনি দণ্ডভোগ করছেন। অপর কয়েদি আবুল কালাম কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় তিন মাসের দণ্ডপ্রাপ্ত আসামি। গত ২৮ জুলাই থেকে তিনি কারাভোগ করছেন।
আরও পড়ুন: কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির আত্মহত্যাচেষ্টা, হাসপাতালে মৃত্যু
কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজমল বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারাগার থেকে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার ১০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। এদিকে শুক্রবার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আবুল কালামকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৬টার দিকে মারা যান।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কুষ্টিয়া জেলা কারাগারের দুই বন্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দু’জনের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন জেল সুপার আব্দুল বারেক।