কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবনে অবদান রাখা কৃষি বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করেছেন।
তিনি বলেন, ভারত চাল রপ্তানি নিষিদ্ধ করেছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে। বিশ্বব্যাপী মানুষ তাদের খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এমন এক সময়ে বাংলাদেশ উদ্বৃত্ত খাদ্য উৎপাদন করছে, যা জাতির জন্য সুসংবাদ।
সোমবার (২ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশের কৃষির রূপান্তর: কাজী এম বদরুদ্দোজার ভূমিকা’- শীর্ষক দুই দিনব্যাপী বিএজেএফ জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম (বিএজেএফ) এ অনুষ্ঠানের আয়োজন করে।
আরও পড়ুন: স্বাধীনতাবিরোধী শক্তিকে প্রতিষ্ঠিত করেছিল বিএনপি: ড. রাজ্জাক
ড. রাজ্জাক বলেন, সরকার কৃষি গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করছে, যার ফলে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ১১৩টি উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছে।
তিনি বলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এ পর্যন্ত ৯৭টি ফসলের জাত এবং ৩৮টি ফলের প্রজাতি উদ্ভাবন করেছে।
তিনি দূরদর্শী কৃষি বিজ্ঞানী ড. কাজী এম বদরুদ্দোজার অবদানের কথাও স্মরণ করেন, যিনি দেশের ফসল উন্নয়নে উদ্ভাবন ও গবেষণায় তার জীবন উৎসর্গ করেছিলেন।
বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কৃষি বিজ্ঞানী ড. কাজী এম বদরুদ্দোজা ২০২৩ সালের ৩০ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সংগঠনের সাধারণ সম্পাদক শাহানাওয়ার শহীদ শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম ইফতেখার মাহমুদ।
ব্রি-এর মহাপরিচালক ড. শাজাহান কবির, বিআরআই-এর মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তোমাল, এসিআই এগ্রিবিজনেসের সভাপতি ড. এফএইচ আনসারী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো. হামিদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ‘বাংলাদেশ কৃষির রূপান্তর’- শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস অ্যান্ড মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।
সম্মেলনে বিএজেএফ- এর প্রকাশনা কভার উন্মোচন করা হয় ও মঙ্গলবার শেষ হতে যাওয়া দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে সারাদেশ থেকে ৬০ জন কৃষি সাংবাদিক অংশ নিচ্ছেন।
আরও পড়ুন: খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ভর্তুকি অব্যাহত রাখবে সরকার: ড. রাজ্জাক