ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় একদিনে নতুন করে র্যাব ও পুলিশের আরও আটজন সদস্যের করোনাভাইরাস ধরা পড়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২৩৫ জনে দাঁড়িয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে র্যাব- ১০ এর সাতজন ও মডেল থানার পুলিশ সদস্য একজন।
মঙ্গলবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন জানান, ২৬ থেকে ৪৮ বছর বয়সী নতুন আক্রান্তরা সবাই পুরুষ। এনিয়ে র্যাব -১০ এর সদস্য আক্রান্ত হলো ৩১ জন। মডেল থানার মোট পুলিশ সদস্য আক্রান্ত হয়েছে ২৯ জন।
মঙ্গলবার বিকাল থেকে রাত ১১টা পর্যন্ত বিভিন্ন সময়ে আসা পরীক্ষার ফলাফলের মাধ্যমে একদিনে নতুন করে ওই আটজন রোগী শনাক্তের কথা জানা গেছে।
নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে ডা. মোবারক জানান, কেরানীগঞ্জে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে।
কেরানীগঞ্জে এপর্যন্ত মৃত্যু হয়েছে আটজনের। সুস্থ হয়েছেন মোট ১২ জন।