করোনা প্রতিরোধ
করোনা প্রতিরোধে ফরিদপুরে পুলিশের মসজিদভিত্তিক প্রচারণা
করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় ফরিদপুর জেলা পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। জেলা পুলিশের উদ্যোগে সংক্রম প্রতিরোধে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে প্রার্থনার সময়ে করোনা মহামারির কঠিন সময়ে জনগণের করণীয় ও বর্জনীয় দিক সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য তুলে ধরা হচ্ছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, আমরা প্রশাসনের পাশাপাশি জেলার সকল জনসাধারণকে সংক্রমণের এই ঊর্ধ্বগতির সময়ে ঘরে থাকার এবং সরকারের প্রজ্ঞাপিত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিভিন্নভাবে আহ্বান জানাচ্ছি। এরই অংশ হিসেবে জেলার নয় উপজেলার ৬৫টি মসজিদে ধারাবাহিকভাবে পুলিশ অফিসাররা মসজিদ ভিত্তিক প্রচারণার অংশ হিসেবে করোনাকালে সচেতনতামূলক বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন।
আরও পড়ুন: কঠোর লকডাউনে জুমার নামাজ: রাজধানীর দুটি মসজিদে ভিন্ন চিত্র
তিনি বলেন, নামাজের পরে বা আগে মসজিদে আগত মুসল্লিদের উদ্দেশে করোনা মহামারির কঠিন সময়ে জনগণের করণীয় ও বর্জনীয় দিক সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য তুলে ধরা হচ্ছে।
এ বিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, স্থানীয় জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া বাহিরে না যাওয়া। সামাজিক/শারীরিক দূরত্ব বজায় রাখা, লোক সমাগম এড়িয়ে চলা, হাট-বাজারে চায়ের দোকানে অহেতুক আড্ডা না দেয়াসহ বিভিন্ন সরকারি বিধি নিষেধ মেলে চলতে বিভিন্ন উপায়ে অনুরোধ করা হয়।
তিনি বলেন, সংক্রমণ প্রতিরোধে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে প্রার্থনার সময়ে প্রত্যেকটি থানার অফিসাররা উপস্থিত সকলকে করোনার এই সময়ে পরিস্কার পরিচ্ছন্ন থাকতে ঘন ঘন হাত ধোঁয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন।
পুলিশ সুপার বলেন, এই সকল প্রচারণায় সাধ্যমত পুষ্টিকর খাবার বেশি বেশি খাওয়া, জ্বর, সর্দি ও কাশি কিংবা অন্য কোন উপসর্গ দেখা দিলে অবহেলা না করে নিকটস্থ হাসপাতালে করোনা পরীক্ষা করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। এছাড়াও সকল নাগরিককে করোনা মহামারিতে তার পার্শ্ববর্তী অসহায়, নিঃস্ব, দরিদ্র ও কর্মহীন লোকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
আরও পড়ুন: ৫০ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এদিকে, জেলায় গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের পিসিআর ল্যাবে ৩৭৬ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৮০ জনের। এই সময় প্রাণহানি হয়েছে ১৬ জনের। এদের মধ্যে সাতজন করোনায় ও নয় জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।
৩ বছর আগে
পৌরসভায় আউটসোর্সিংয়ে অপ্রয়োজনীয় লোক নিয়োগ নয়: স্থানীয় সরকারমন্ত্রী
নিয়মিত কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ না করে আউটসোর্সিংয়ের মাধ্যমে অতিরিক্ত লোকবল নিয়োগ না দিতে দেশের সব পৌরসভার মেয়রদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
রাজধানীর সরকারি বাসভবন মিন্টু রোড থেকে চলমান কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে দেশেল সব পৌরসভার মেয়রদের সাথে দুই দফায় ভার্চুয়ালি মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী জানান, পৌরসভাগুলোতে নিয়মিত কর্মচারীর বেতন-ভাতা সময়মত পরিশোধ না করে আউটসোর্সিংয়ের মাধ্যমে অপ্রয়োজনীয় লোকবল নিয়োগ দিয়ে তাদের বেতন দেয়া হচ্ছে বলে অনেক অভিযোগ আসে।
আরও পড়ুন: ধর্মীয় নেতা নয়, সরকার দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করছে: তথ্যমন্ত্রী
অতিরিক্ত কর্মচারী নিয়োগের ফলেই পৌরসভার কর্মচারীদের মাসের পর মাস বেতন-ভাতা বকেয়া থাকছে উল্লেখ করে মন্ত্রী এ বিষয়ে সব মেয়রকে আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
পৌর মেয়রদের আয় ও উৎপাদনমুখী এবং সেবামূলক প্রকল্প গ্রহণের আহ্বান জানিয়ে মন্ত্রী করোনা মহামারিতে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে গৃহীত চলমান উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে বলেন।
তিনি বলেন, লকডাউন যত বৃদ্ধি হবে দেশের অর্থনীতির উপর তত চাপ বাড়বে। তাই অর্থনৈতিক কর্মকান্ড অব্যাহত রাখার বিকল্প নেই।
হাট-বাজারগুলোতে জনসমাগম কমানোর তাগিদ দিয়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে খোলা জায়গায় কাঁচা বাজার বসানোর পরামর্শ দিয়ে মো. তাজুল ইসলাম করোনা সংক্রমণ প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন।
এছাড়া, করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী কার্যালয়, স্থানীয় সরকার বিভাগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়সহ অন্যান্য বিভাগ ও দপ্তর থেকে যেসব পরিপত্র জারি হয়েছে সেগুলো পরিপালনের নির্দেশও দেন মন্ত্রী।
তিনি বলেন, নতুন প্রজন্মের নাগরিকদের সকল প্রকার অনৈতিক কার্যকলাপ থেকে বিরত রেখে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব জনপ্রতিনিধিদের। যুব সমাজকে নষ্ট হতে দেয়া যাবে না, তাদেরকে কাজে লাগাতে হবে। জনপ্রতিনিধিরাই সামাজিক বিপ্লব ঘটাতে পারে বলেও এসময় মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: কোভিড ভ্যাকসিনকে বিশ্বজনীন পণ্য হিসেবে ঘোষণা করা উচিত: প্রধানমন্ত্রী
ক্ষমতার অপব্যবহার করে নাগরিকদের প্রাপ্য সেবা থেকে বঞ্চিত করা যাবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, 'মানবকল্যাণে অবদান রাখার চেয়ে বড় প্রাপ্তি মানুষের আর কিছু হতে পারে না। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ যোগ্যতা ও মেধাকে কাজে লাগিয়ে সকল সমস্যার সমাধান করতে হবে।'
এ সময় যারা ধর্মের কথা বলে দেশে অশান্তি সৃষ্টি করার পাঁয়তারা করছে তাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলে শক্ত হাতে মোকাবিলা করতে সকল জনপ্রতিনিধিদের আহ্বান জানান স্থানীয় সরকারমন্ত্রী।
ভার্চুয়াল সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সকল পৌরসভার মেয়ররা অংশ নেন।
৩ বছর আগে
করোনা প্রতিরোধে সরকারের কোনো রোডম্যাপ নেই: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার বলেছেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকারের কার্যকর কোনো পরিকল্পনা বা রোডম্যাপ নেই।
৪ বছর আগে
২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ৭৯০ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩
গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ৭৯০ জনের মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। আরও তিনজনের মৃত্যুর মধ্য দিয়ে বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৬ জনে।
৪ বছর আগে
কেরানীগঞ্জে র্যাব ও পুলিশের আরও ৮ সদস্য করোনায় আক্রান্ত
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় একদিনে নতুন করে র্যাব ও পুলিশের আরও আটজন সদস্যের করোনাভাইরাস ধরা পড়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২৩৫ জনে দাঁড়িয়েছে।
৪ বছর আগে
মেডিকেল টেকনোলজিস্ট ও সরঞ্জামের অভাব দুর্বল করে দিচ্ছে করোনা প্রতিরোধ
করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই সরকার একে প্রতিরোধের ব্যবস্থা নেয়ার চেষ্টা করলেও প্রয়োজনীয় মেডিকেল টেকনোলজিস্ট ও সরঞ্জামের অভাবে সর্বোচ্চ সংখ্যক করোনা পরীক্ষা করা সম্ভব হচ্ছে না বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
৪ বছর আগে
করোনাভাইরাস: বিশ্বব্যাপী মৃত্যু ২ লাখ ৫৮ হাজার ৩০৬
মহামারি করোনাভাইরাসে বুধবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ৫৮ হাজার ৩০৬ জনে দাঁড়িয়েছে।
৪ বছর আগে
করোনা প্রতিরোধে রেড ক্রিসেন্টের হাত ধোয়ার ১০ হাজার বেসিন
করোনাভাইরাস প্রতিরোধে মানুষকে হাত ধুতে উৎসাহিত করতে সারা দেশে মোট ১০ হাজার ১৭৯টি বেসিন স্থাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
৪ বছর আগে
চুয়াডাঙ্গায় কাঁচাবাজার টাউন মাঠে স্থানান্তর
করোনা সংক্রমণ রোধে চুয়াডাঙ্গায় কাঁচা সবজির বাজার শহরের টাউন ফুটবল মাঠে স্থানান্তর করা হয়েছে।
৪ বছর আগে
যশোরে সেনাবাহিনীর জীবাণুনাশক বুথ চালু
শহরের দড়াটানায় জীবাণুনাশক বুথ চালু করেছে সেনাবাহিনী।
৪ বছর আগে