তারা হলেন- আনোয়ার হোসেন, অমিত বসাক, সোয়েব এবং শুভ।
ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকালে এক ব্যক্তি অভিযোগ করেন যে বাংলামোটর এলাকায় তিন হাজার ৬০০ টাকা মূল্যের ২০টি মাস্ক ৩০ হাজার টাকা রেখেছে। এ অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ বাংলামোটর এলাকার এবিসি করপোরেশনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
মাসুদুর রহমান বলেন, অভিযানে ওই দোকান থেকে ২৭৫টি কোভিড-১৯ টেস্টিং কিট, ৯ হাজার ৫০টি মাস্ক, ১০০টি এন৯৫ মাস্ক, ১৯৮টি পিপিই, ৯৬০টি হ্যান্ড গ্লাভস, ২৫০টি চশমা, ৯০০টি টুপি এবং এক হাজার ৪৪০টি জুতার কাভার জব্দ করা হয়।
পুলিশের এ কর্মকতা বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
করোনাভাইরাসে দেশে নতুন করে ১৫ জনের মৃত্যু হওয়ায় শুক্রবার এ সংখ্যা ৭৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ২৬৬ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৩৮ জনে। সেই সাথে গত ২৪ ঘণ্টায় মোট দুই হাজার ১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। ৯ জনসহ মোট সুস্থ হয়েছেন ৫৮ জন।