সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চুকনগরের চাকুন্দিয়া জামেয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেঘলা যশোর সদরের শ্যামনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী।
আহতরা হলেন -স্কুলের সহকারী শিক্ষক রেশমা (৩০), ধর্ম শিক্ষক নাসিরুল ইসলাম (৪০), বাণিজ্য বিভাগের শিক্ষক রামকৃঞ্চ বিশ্বাস (৪৮), স্কুলের আয়া আমেনা (৪৫), শিক্ষার্থী জেবা খাতুন (১৬), আব্দুল্লাহ (১১), রিয়া (১৪), আফরোজা (২০), লাবনী (১৪), টুম্পা (১২), খাদিজা (১৫), সুমাইয়া (১৪), মাসুরা (১৩), জিনিয়া (১২), মমতাজ (১৫) ও নিলা (১৩)।
ডুমুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব বলেন, ওই স্কুলের শিক্ষার্থীরা বাসে করে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে ডুমুরিয়া উপজেলার চুকনগরের চাকুন্দিয়া নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তা থেকে প্রায় ২০ ফুট নিচে উল্টে পড়ে। এতে বাসের নিচে চাপা পড়ে মেঘলা নামে একজন ছাত্রী নিহত হয়। অন্তত ৩০ জন আহত হয়।
আহতদের উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে জেবা খাতুন, রেশমা, আব্দুল্লাহ ও নাসিরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুকনগর হাইওয়ে পুলিশের ইনচার্জ (আইসি) উপ-পরিদর্শক ওমর ফারুক জানান, বাসটিতে ৬০ জন শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, রাস্তায় সংস্কার কাজ চলার কারণে কার্পেটে গর্ত ছিল। সেই গর্তে বাসটি আটকে যায়। আটকে যাওয়া বাসটি চালাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে এটি অনন্ত ২০ ফুট দূরে উল্টে পড়ে।