গাইবান্ধা, ০১ সেপ্টেম্বর (ইউএনবি)- গাইবান্ধার পলাশবাড়ীর রাইচমিল এলাকায় শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টায় বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।
নিহতরা হলেন- কাকলী বেগম, আফরুজা বেগম, এনতাজুল ইসলাম ও শিশু হেনা আক্তার। তারা সবাই একই পরিবারের। তাদের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর গ্রামে।
পুলিশ জানায়, নিহতরা সবাই বাস যাত্রী। নিহত একই পরিবারের চারজন তাদের কর্মস্থল ঢাকায় যাচ্ছিলেন। তবে বাকি একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পলাশবাড়ী থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, রাত আনুমানিক সোয়া ১২টায় ঢাকাগামী দরবার পরিবহনের একটি কোচের সাথে হাবিবা হাকিম ফুড নামের একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন ও হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যায়।
আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার তদন্ত চলছে, তবে শিগগিরই দায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।