প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য সর্বাধুনিক তথ্যপ্রযুক্তির ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
শনিবার ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রেজিমেন্টের উদ্দেশে দেওয়া ভাষণে একথা বলেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, সমসাময়িক বৈশ্বিক প্রেক্ষাপটে নিরাপত্তা আজ বহুমাত্রিক ইস্যুতে পরিণত হয়েছে। নতুন তথ্যপ্রযুক্তির আবিষ্কার ও সম্প্রসারণ এই বহুমাত্রিকতাকে আরও প্রসারিত করেছে।
আরও পড়ুন: আঞ্চলিক সম্পর্ক জোরদারে মিয়ানমারের সমর্থনের প্রত্যাশা রাষ্ট্রপতির
তিনি বলেন, 'এ বিষয়ে আপনাদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে হবে। এর জন্য উন্নত সরঞ্জাম ও প্রশিক্ষণ প্রয়োজন, আমি জানি যা আপনারা খুব গুরুত্ব সহকারে নেন।’
বৈশ্বিক মানদণ্ড পূরণের জন্য রেজিমেন্টের পেশাগত মান বিকাশে বিদ্যমান প্রশিক্ষণ কর্মসূচি জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।
ভবিষ্যৎ সাফল্যের জন্য ঐতিহাসিক জ্ঞানের তাৎপর্য নিয়েও বক্তব্য রাখেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, ‘সমসাময়িক বাস্তবতার পাশাপাশি অতীত ইতিহাস ও ঘটনা থেকে আপনাদের শিক্ষা নিতে হবে। অতীত ও বর্তমানের সিঁড়িতে পা রেখে আমাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে।’
পিজিআর সদস্যদের সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন ও 'চেইন অব কমান্ড' বজায় রাখার কথা স্মরণ করিয়ে দেন তিনি।
তিনি বলেন, ‘দেশ ও জাতির দেওয়া মহান দায়িত্ব পালনে যেকোনো আত্মোৎসর্গ আপনাকে ইতিহাসে চিরস্মরণীয় করে রাখবে।’
আরও পড়ুন: রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে ভারতের উষ্ণ অভ্যর্থনা