জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে'র গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক অভিহিত করে শিনজো আবে'র দ্রুত সুস্থতা কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার জাপানের পশ্চিমাঞ্চলের নারা শহরে বক্তব্য দেয়ার সময় শিনজো আবে গুলিবিদ্ধ হওয়ার সংবাদটি গণমাধ্যমে জানার পর ড. মোমেন তার দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করেন এবং একই সঙ্গে এই ঘটনার নিন্দা জানান।
আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন
ড. মোমেন বলেন, শিনজো আবে আমার ঘনিষ্ঠজন এবং তিনি বাংলাদেশেরও অকৃত্রিম বন্ধু। শিনজো আবে'র ওপর গুলি চালানোর ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা তার দ্রুত ও পরিপূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করছি।