রাজধানীর গুলিস্তান এলাকায় একটি পাঁচতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে দুই নারীসহ ১৪ জন নিহত ও ৬০ জন আহত হয়েছে।
মঙ্গলবার বিকা ৪টা ৫০ মিনিটের দিকে বিস্ফোরণটি ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান সিকদার বলেন, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে বলেও জানান তিনি।
দমকলকর্মীরা ঘটনাস্থল থেকে চারটি লাশ উদ্ধার করেছে এবং আহত আটজকে উদ্ধার করেছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।
আরও পড়ুন: উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন: পুড়ে গেছে ২ হাজার ঘর