কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার কারণ ও প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরূপণ করার পাশাপাশি অগ্নি দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে তদন্ত প্রতিবেদনে সুপারিশ দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তদন্ত কমিটিতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মফিজুল হককে আহ্বায়ক এবং বিসিকের পরিচালক (প্রকল্প) মো. আব্দুল মান্নানকে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়া, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর, কল-কারখানা অধিদপ্তর, বিস্ফোরক অধিদপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা জেলা প্রশাসকের একজন করে প্রতিনিধি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর, বাংলাদেশ ক্যামিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ এসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পেইনটস, স্কাইজ অ্যান্ড কামিক্যাল মার্চেন্টস অ্যাসোসিয়েশন সভাপতি/সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সোসাইটি অব ক্যামিক্যাল সায়েন্টিস্টের সাধারণ সম্পাদককে কমিটিতে সদস্য করা হয়েছে।
প্রসঙ্গত, চকবাজারের একটি রাসায়নিক গুদামে বুধবার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৮১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।