চট্টগ্রাম, ০৫ সেপ্টেম্ব (ইউএনবি)- চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ কেজি সোনা উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় বিমান যাত্রী মো. গিয়াস উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৮টায় মাসকট থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট যোগে তিনি চট্টগ্রামে আসেন। তিনি চট্টগ্রামের বাসিন্দা।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মাহবুবুর রহমান বলেন, সকাল সাড়ে ৮টায় মাসকট থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট যোগে চট্টগ্রামে এসে নামেন মো. গিয়াস উদ্দিন। বিমানবন্দরে পৌঁছার পর যাত্রীরা নামার আগেই আমরা সেখানে যাই। তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি করে ৪৫টি সোনার বার জব্দ করা।
তিনি বলেন, উদ্ধার করা সোনার বারগুলোর ওজন পাঁচ কেজি ২৪৮ গ্রাম। বর্তমান এর বাজার মূল্য আনুমানিক সোয়া ২ কোটি টাকা।