সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার শেখেরখীল রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ট্রাকটিতে আগুন লেগে যায়। এতে ট্রাকে থাকা তিন ব্যক্তির শরীর বাজেভাবে পুড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ট্রাকটিতে আঘাত করে। এতে মোটরসাইকেলটিও আগুনে পুড়ে যায়। আর এর তিন আরোহীও অগ্নিদগ্ধ হন। পরে হাসপাতালে নেয়ার পথে ট্রাকে থাকা তিন ব্যক্তি মারা যান।
বাঁশখালী থানা পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় মিলেছে। এদের একজন বাঁশখালী শেখের খীল মৃত মোতাহের হোসেনের ছেলে নুর হোসেন (৩০) ও বরিশাল জেলার মুলাদী থানার মৃত শাহ আলমের ছেলে আব্দুর লতিফ খাঁন (৪৪)।
বাঁশখালী থানার এসআই নুরনবী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালিয়েছে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে।
আহত তিন মোটরসাইকেল আরোহীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক।
তিনি জানান, অগ্নিদ্বগ্ধ তিনজনকে বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।