চট্টগ্রাম, ১৯ নভেম্বর (ইউএনবি)- চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে ছালেহা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
সোমবার সকালে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর পূর্বপাড়া রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা ওই এলাকার মৃত আলী হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, সকালে রেললাইনের পাশে বাড়ি থেকে হেঁটে যাওয়ার সময় চট্টগ্রামমুখী একটি ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. এয়ার আলী বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।