বুধবার সকাল পৌনে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
আগুনে গুদামে থাকা টিভি, ফ্যান, সিঙ্গার মেশিন, এসি, সোলার প্যানেল, আসবাবপত্রসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপ সহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, খবর পেয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, বন্দর, বায়েজিদ ও কুমিরা ফায়ার স্টেশনের থেকে ৪টি ইউনিটের ১২টি গাড়ি প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে এবং বেলা সাড়ে ১১টার দিকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও জানান, ঘটনার তদন্তে ঢাকা থেকে একটি তিন সদস্যের তদন্ত দল গঠন করা হবে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।
শোরুমের এক কর্মচারি জানান, গুদামে সবই নতুন জিনিস ছিল। আগুনের তীব্রতা এতই ছিল যে কিছুই বের করতে পারিনি। আগুনে সব টিভি, ফ্যান, ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য পুড়ে ছাই হয়ে গেছে।