চবি সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এস এম মনিরুল হাসানকে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আবদুর রাজ্জাককে নিরাপত্তা প্রধান এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রবিউল হাসান ভূইয়াকে প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার দুপুর সাড়ে ১২টায় চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে শারীরিক দূরত্ব বজায় রেখে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার সভাপতিত্বে সভায় চবি সিনেট ও সিন্ডিকেট সদস্য, ডিন, প্রভোস্ট, শিক্ষক, সহকারী প্রক্টর, অফিস প্রধান, চবি কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় উপাচার্য নবনিযুক্ত রেজিস্ট্রার, প্রক্টর এবং নিরাপত্তা কর্মকর্তাকে অভিনন্দন জানান।
সভায় অন্যান্যের মধ্যে চবি সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রাশেদ-উন-নবী, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা, নবনিযুক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান, নবনিযুক্ত প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া, নবনিযুক্ত নিরাপত্তা প্রধান শেখ মোহাম্মদ আবদুর রাজ্জাক, সদ্য অবসরপ্রাপ্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ, অবসরপ্রাপ্ত নিরাপত্তা প্রধান মো. বজল হক, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) এ কে এম মাহফুজুল হক খোকন, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম (শহীদ) এবং কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ বাচ্চু উপস্থিত ছিলেন।