চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা থেকে দু’টি ইজিবাইক জব্দ করা হয়েছে। এ সময় চার যুবককে গ্রেপ্তারের দাবি করা হয়েছে।
শনিবার রাতে সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার যুবকরা হলেন- আইয়ুব নবী (২৬), সাগর আলী (২৪), আলী হোসেন (২৫) ও মিনার (২৩)। এদের সকলের বাড়ি জেলা শহরের মসজিদপাড়া মহল্লায়।
রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: যশোরে অস্ত্র-মাদক জব্দ, গ্রেপ্তার ১
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল শনিবার রাত ১১টার দিকে সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর এলাকায় অভিযান চালায়। এ সময় দু’টি ইজিবাইকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকেরা সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্রের সক্রিয় সদস্য।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তারা জেলার বিভিন্ন স্থান থেকে ইজিবাইক চুরি করে এর বিভিন্ন অংশ ভিন্ন ভিন্ন স্থানে বিক্রি করত। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।