যশোর থেকে অস্ত্র ও মাদক ব্যবসার অভিযোগে আশরাফুল আলম ওরফে বিপুল (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
তার কাছ থেকে একটি সচল ওয়ান শুটারগান, ১০ রাউন্ড গুলি, একটি বার্মিজ চাকু ও ২৫০ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে দাবি করেছে ডিবি পুলিশ।
আরও পড়ুন: মাদারীপুরে মাদকের টাকা না দেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ!
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশ্রম মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আশ্রম রোডের আক্তারুজ্জামানের ছেলে। তিনি অস্ত্র ও মাদক ব্যবসায় জড়িত থাকার কথা ডিবি পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) যশোর জেলা ডিবি পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি দীর্ঘদিন ধরে কোতোয়ালি মডেল থানা এলাকাসহ আশপাশ এলাকায় অস্ত্র ও মাদক বিক্রি করে আসছেন বলে স্বীকার করেছেন। এ ঘটনায় যশোর কোতয়ালী থানায় অস্ত্র ও মাদক উদ্ধার সংক্রান্ত পৃথক পৃথক মামলা রুজু হয়েছে।
আরও পড়ুন: জয়পুরহাটে হত্যা ও মাদক মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন