শুক্রবার ভোরে আম বয়ানের মধ্য দিয়ে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এদিন দুপুরে অনুষ্ঠিত হয়েছে জুমার নামাজে দেশের সর্ববৃহৎ জামাত।
টঙ্গীর মূল ময়দান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে উত্তরার ১০ নম্বর সেক্টরের বেলাল মসজিদের কাছে স্থাপিত অস্থায়ী বিশেষ মিম্বর থেকে সুবিশাল এ জুমার জামাতের ঈমামতি করেন রাজধানী কাকরাইলের মারকাজ মসজিদের খতিব মাওলানা জোবায়ের হাসান।
মূল ময়দানে জায়গা না পেয়ে আশপাশের রাস্তা ঘাট, ফুটপাত ,খালি জায়গা, ভবনের ছাদসহ বিভিন্নস্থানে জুমার জামাতে শরিক হন মুসল্লিরা। চোখের দৃষ্টি যতদূর যায় ততদূর পর্যন্ত শুধু জুমার নামাজে অংশ নেয়া মুসল্লিদের সারি দেখা যায়।
নৌকায় দাঁড়িয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের জুমার নামাজে অংশ নিচ্ছেন মুসল্লিরা।
রান্নার আয়োজনে ব্যস্ত ইজতেমায় অংশ নিতে আসা মুসল্লিরা।
বৃহস্পতিবার সকাল থেকে টঙ্গীর পথে ইজতেমাগামী মানুষের ঢল নামে। বিকালের মধ্যে ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
ইজতেমার জন্য নির্ধারিত পুরো মাঠকে ৮৭ খিত্তায় ভাগ করে প্রথম দফায় ইজতেমায় আসা ৬৪ জেলার মানুষের থাকার জায়গা হয়েছে। মুসল্লিদের জন্য পর্যাপ্ত রান্না, টয়লেট ও গোসলের জায়গা নির্মাণ করা হয়েছে।
রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব।
টঙ্গীর তুরাগ তীরে আগামী ১৭ থেকে ১৯ জানুয়ারি হবে দ্বিতীয় পর্ব।