সংবিধান সংশোধনসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা চালিয়ে নিতে রবিবার সকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সংলাপের দ্বাদশ দিনের আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বেলা ১১টায় শুরু হওয়া আলোচনায় সভাপতিত্ব করছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
কমিশন সূত্রে জানা গেছে, আজকের আলোচনার সূচিতে প্রাধান্য পাচ্ছে- তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা, প্রধান বিচারপতি নিয়োগবিধি ও জরুরি অবস্থা ঘোষণা।
কমিশনের ডাকে চলমান এই সংলাপে প্রায় ৩০টি রাজনৈতিক দল তাদের প্রস্তাবিত সংস্কার ইস্যুতে নিজ নিজ অবস্থান তুলে ধরছে।
আলোচনার পর জাতীয় ঐকমত্য কমিশন ‘জাতীয় সনদ’ নামে একটি সংস্কার রোডম্যাপ চূড়ান্ত করে তা প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু
গত ২ জুন দ্বিতীয় দফা সংলাপের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ও কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনুস।
২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি অধ্যাপক ইউনুসের নেতৃত্বে গঠিত এ কমিশনের দায়িত্ব ছিল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্কার ইস্যুতে একটি একক জাতীয় অবস্থান গড়ে তোলা।
এর আগে, ২০ মার্চ শুরু হওয়া প্রথম দফা সংলাপে ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনা করে ১৯ মে তা শেষ করে কমিশন।