ঢাকা, ১৮ ডিসেম্বর (ইউএনবি)- জাতীয় নির্বাচনের ১১ দিন আগে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্থানে এক হাজার ১৬ প্লাটুন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার বিজিবি পিলখানা সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মোহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রশাসনকে সহযোগিতা করতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সকাল থেকে সারা দেশের বিভিন্ন স্থানে সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে।