জাপানের প্রধানমন্ত্রী পদে নিয়োগ লাভের জন্য বৃহস্পতিবার ইয়োশিহিদে সুগাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জাপানের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী শিনজো আবের স্থলাভিষিক্ত হয়েছেন তারই ডান-হাত হিসেবে পরিচিত ইয়োশিহিদে সুগা।সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন আবে।
শিনজো আবের সরকারে প্রধান কেবিনেট সেক্রেটারি ও সরকারের মুখপাত্র হিসাবে কাজ করেছেন ইয়োশিহিদে সুগা।
নিজের চেষ্টায় রাজনীতিতে সফলতা পাওয়া সুগা সাধারণ জনগণ ও গ্রামীণ সম্প্রদায়ের স্বার্থ উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
কৃষকের সন্তান ইয়োশিহিদে সুগা জানিয়েছেন, তিনি আবের অসমাপ্ত নীতি নিয়ে কাজ করবেন এবং তার মূল অগ্রাধিকার হবে করোনাভাইরাস মোকাবিলা এবং এ মহামারির কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতির চাকা ঘুরানো।