পঞ্চগড়ে ইজিবাইক চালককে হত্যা ও গুমের মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
রবিবার (১ ডিসেম্বর) পঞ্চগড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামানের আদালত এ আদেশ দেন।
মামলার বাদীপক্ষে ছিলেন- পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পিপি আদম সুফি ও জিপি মির্জা নাজমুল ইসলাম কাজলসহ আদালতের এপিপিরা। আর আসামিপক্ষে ছিলেন- সাবেক পিপি আমিনুল ইসলাম, আইনজীবী মির্জা সারোয়ার হোসেন ও আইনজীবী আলী আসমান বিপুল।
আরও পড়ুন: জামিন নামঞ্জুর, সাবেক এমপি সুজন কারাগারে
বাদীপক্ষের পিপি আদম সুফী বলেন, সাবেক রেলমন্ত্রীর নির্দেশে সুজনকে হত্যা করা হয়। তাই আমরা জামিনের বিরোধিতা করেছি। একইসঙ্গে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করেছি।
আসামিপক্ষের আইনজীবী মির্জা সারোয়ার হোসেন বলেন, মামলার এজহারে বলা হয়েছে- বাদীর ছেলেকে নাকি সাবেক রেলমন্ত্রীর নির্দেশে হত্যা ও গুম করা হয়েছে। আমরা আদালতে বলেছি, যেহেতু ভিকটিমকে (ভুক্তভোগী) খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই কোনভাবেই ৩০২ ধারা হতে পারে না। আমরা জামিন আবেদন করেছিলাম, তবে আদালত নামঞ্জুর করে তাকে কারাগারে পঠিয়েছেন।
গত ১০ নভেম্বর আল আমিনের বাবা মনু মিয়া বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় মামলাটি করেন। মামলায় সাবেক রেলমন্ত্রীকে প্রধান আসামি করে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।