জামিন নামঞ্জুর
ফখরুল, মির্জা আব্বাসসহ ২২৪ বিএনপি নেতার জামিন নামঞ্জুর
রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ বিএনপির ২২৪ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর হাকিম শফিউদ্দিন তাদের আইনজীবী জামিন চাইলে এ আদেশ দেন।
এর আগে রবিবার এ মামলায় বিএনপি নেতাকর্মীদের জামিন আবেদনের ওপর শুনানির জন্য সোমবার দিন ধার্য করেছিল আদালত।
আরও পড়ুন: শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: দণ্ডিত আবদুস সামাদকে জামিন দেননি হাইকোর্ট
বিএনপির অন্য নেতাদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, প্রকাশনা সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, যুগ্ম সম্পাদক খায়রুল কবির খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও সেলিম রেজা হাবিব।
শুক্রবার(৯ ডিসেম্বর) ঢাকার একটি আদালত এই মামলায় মির্জা ফখরুল ও আব্বাসের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠান।
শুক্রবার ভোররাতে রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
পরে বুধবার সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার প্ররোচনা, পরিকল্পনা ও নির্দেশনা, ককটেল বোমা বিস্ফোরণ, সরকারি সম্পত্তি ও জীবননাশের অভিযোগ আনা হয়েছে।
বুধবার ১০ ডিসেম্বরের সমাবেশের আগে দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে একজন স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত এবং প্রায় ৫০ জন আহত হন।
বুধবারের সহিংসতার ঘটনায় দায়ের করা দু’টি মামলায় বৃহস্পতিবার ঢাকার একটি আদালত এ্যানি ও সালামসহ বিএনপির ৪৪৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে।
আরও পড়ুন: দুর্নীতি মামলায় জামিন পেলেন হাজী সেলিম
মির্জা ফখরুল ও আব্বাসসহ ৭জনের জামিনের আবেদন
১ বছর আগে
ফেনীতে বিএনপির ১৪ নেতাকর্মীর জামিন নামঞ্জুর
ফেনীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ চলাকালে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
ফেনী জেলা ও দায়রা আদালতের বিচারক ইমরান সালেহ আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন বলে আদালতের পরিদর্শক মো. গোলাম জিলানী জানান।
আরও পড়ুন: হবিগঞ্জে ২ হাজার বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা
কারাগারে পাঠানো নেতাকর্মীদের মধ্যে রয়েছেন-ফেনী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি বেলাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন মাস্টার, ফেনী পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু, ফেনী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম শিমুল, দাগনভূঞা পৌর যুবদলের আহ্বায়ক ভিপি ইমাম, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম রাহাত, দিদারুল আলম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফজলে রাব্বী, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইব্রাহিম পাটোয়ারী ইবু, যুবদল নেতা ফজলুল হক মুন্না ও মামুন রয়েছেন।
আরও পড়ুন: মনোনয়ন না পেয়ে মেয়রসহ অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মীর পদত্যাগ
এজাহার সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেনী জেলা বিএনপি প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। এ উপলক্ষে শহরের ইসলামপুর রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি, ছাত্রদল ও যুবদলের দুই থেকে আড়াইশো নেতাকর্মী জড়ো হন।
এসময় ছাত্রলীগের নেতাকর্মীরাও সেখানে সমাবেশের জন্য জড়ো হন।
বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাত্রলীগের ওপর হামলা চালিয়ে তিনজন আহত করেছে বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: শেখ হাসিনার ওপর হামলা: ৯ বিএনপি নেতাকর্মীর মৃত্যুদণ্ড, ২৫ জনের যাবজ্জীবন
এতে তিন ছাত্রলীগ কর্মী আহত হন। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এসময় পুলিশ রাবার বুলেটসহ মোট ২৭ রাউন্ড ফাঁকাগুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পরে পুলিশ বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা করে।
২ বছর আগে
গুলির ঘটনায় এলডিপির মহাসচিব রেদোয়ানের জামিন নামঞ্জুর
কুমিল্লার চান্দিনায় স্বেচ্ছাসেবক লীগ কর্মীর ওপর গুলির ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী ও এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে বিচারিক হাকিম আবু বকর সিদ্দিক তার জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে দুপুর পৌনে ১২টার দিকে কুমিল্লা বিজ্ঞ বিচারিক হাকিম আদালত-৭ এ ড. রেদোয়ান আহমেদসহ চার জনের জামিনের আবেদন করেন তাদের পক্ষের আইনজীবীরা।
আরও পড়ুন: রেদওয়ানের গুলিবর্ষণ বিএনপির শীর্ষ নেতৃত্বের নির্দেশে কিনা খতিয়ে দেখা প্রয়োজন: তথ্যমন্ত্রী
বাদীপক্ষের আইনজীবী শাহজালাল মিঞা শিপন জানান, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের প্রোগ্রামে ড. রেদোয়ান আহমেদ হত্যার উদ্দেশে গুলি চালান। আমরা বিজ্ঞ আদালত জামিনের বিরোধীতা করি। বিজ্ঞ আদালত আমাদের যুক্তি-তর্ক আমলে নিয়ে রেদোয়ান আহমেদ ও তার সঙ্গীয় আরও তিন আসামির জামিন নামঞ্জুর করেন।
প্রসঙ্গত, সোমবার চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ মমতাজ আহমেদ ভবনে কলেজ ছাত্রলীগ ও পৌর এলডিপি পাল্টাপাল্টি ঈদপুনর্মিলনীর আয়োজন করেন। দুপুর আড়াইটার দিকে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ প্রধান ফটকের সামনে গেলে স্বেচ্ছাসেবকলীগের নেতাদের সঙ্গে কথা হয়। এসময় স্বেচ্ছাসেবকলীগ নেতারা একই স্থানে এলডিপি’র প্রোগ্রাম করতে নিষেধ করেন এবং ছাত্রলীগও প্রোগ্রাম করবেন না বলে জানান।
আরও পড়ুন: কুমিল্লায় ছাত্রলীগ ও এলডিপির সংঘর্ষে গুলিবিদ্ধ ২, এলডিপি মহাসচিব আটক
এসময় তিনি গাড়ি নিয়ে ফিরে যাওয়ার সময় এক ছাত্রলীগ কর্মী রেদোয়ান আহমেদের গাড়িতে তরমুজ দিয়ে ঢিল ছুড়ে। এসময় রেদোয়ান আহমেদ গাড়ির জানালা খুলে পরপর দুটি গুলি করেন। এতে স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী গুলিবিদ্ধ হন। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী আখলাকুর রহমান জুয়েল বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। ওই মামলায় রেদোয়ান আহমেদসহ চারজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়।
২ বছর আগে
চট্টগ্রামে টাকা আত্মসাতের মামলায় ব্যবসায়ী কারাগারে
চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকার আইটি প্রতিষ্ঠান কম্পিউটার ওয়ার্ল্ডের বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করায় কম্পিউটার ডিবিআইটি ভিলেজ ও ফাহাদ ইলেকট্রনিক্স নামের দুটি প্রতিষ্ঠানের মালিক জসিম উদ্দিন খানকে কারাগারে পাঠিয়েছে আদালত।
৩ বছর আগে
অস্ত্র মামলায় ইরফান সেলিম ও তার দেহরক্ষীর জামিন নামঞ্জুর
রাজধানীর চকবাজার থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদুল মোল্লার জামিন নামঞ্জুর করেছে আদালত।
৪ বছর আগে
চট্টগ্রামে বিএনপির ৩২ নেতা-কর্মী কারাগারে
চট্টগ্রামে নাশকতার মামলায় বিএনপির ৩২ নেতা-কর্মীর জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছে একটি আদালত। একই সাথে অপর এক মামলায় নগর বিএনপির সহ দপ্তর সম্পাদক ইদ্রিস আলীসহ ২৫ জনের জামিনের মেয়াদ ১০ দিন বাড়িয়েছে।
৪ বছর আগে
সোনালী ব্যাংকের ১২৬ কোটি টাকা আত্মসাত: খুলনায় গোডাউন কিপারের জামিন নামঞ্জুর
খুলনায় সোনালী ব্যাংকের ১২৬ কোটি টাকা আত্মসাতের মামলার অন্যতম আসামি গোডাউন কিপার মো. কামরুজ্জামানের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছে আদালত।
৪ বছর আগে