দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বিতর্কিত ঠিকাদার জিকে শামীমের বিষয়ে সাক্ষ্য দিতে তাদের ১৬ জানুয়ারিতে হাজির হতে বলা হয়েছে।
রাজধানীর সবুজবাগ, বাসাবো এবং মতিঝিল এলাকার প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিত জিকে শামীম বর্তমানে কারাগারে বন্দী রয়েছেন।
প্রসঙ্গত, ক্যাসিনো ব্যবসা এবং অন্যান্য অবৈধ ব্যবসার বিরুদ্ধে সরকারের চলমান অভিযানে গত ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে শামীমের অফিসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। নিজেকে যুবলীগ নেতা পরিচয় দেয়া শামীমের বাসা এবং অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা এবং অবৈধ অস্ত্রও উদ্ধার করা হয়। অভিযানের সময় তার সাত দেহরক্ষীকেও গ্রেপ্তার করে র্যাব।
শামীমের মালিকানাধীন জিকেবি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড থেকে একটি বিদেশি পিস্তল, সাতটি শটগান এবং গুলির একটি বাকস জব্দ করা হয়। গত ২১ অক্টোবর প্রায় ২৮৫ কোটি টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জিকে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে মামলা করে দুদক।
এদিকে জাতীয় উন্নয়ন প্রকৌশলীদের (এনডিই) ব্যবস্থাপনা পরিচালক ও এম জামাল অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী জামাল উদ্দিনকে একই তারিখে দুদকের হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।