ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৭ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. আজিজুস শহীদ জানান, অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় তাদের তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে ১২ জন নারী, ১৯ জন পুরুষ ও ১৬ জন শিশু রয়েছে। এর আগেও বিজিবির টহল দলের হাতে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার মাটিলা, খোশালপুর, পলিয়ানপুর, বাগডাঙ্গা, শ্যামপুর ও লোরাইঘাট সীমান্ত ফাঁড়ি (বিওপি) থেকে এসব অভিযান চালানো হয়।
লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. আজিজুস শহীদ জানান, আটকদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।