রাজশাহী, ৩১ মার্চ (ইউএনবি)- রাজশাহী থেকে ঢাকাগামী বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার একটি ফ্লাইট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আবার রাজশাহীতে ফিরে এসেছে।
তবে এটি জরুরি অবতরণ নয় বলে জানিয়েছেন ইউএস বাংলার রাজশাহী শাহমখদুম বিমানবন্দর স্টেশন ম্যানেজার মোশাররফ হোসেন।
৭৪ যাত্রী নিয়ে ফ্লাইটটি বিকাল ৪টা ৫৬ মিনিটে রাজশাহী শাহমখদুম (র) বিমানবন্দর ছেড়ে গিয়েছিল ফ্লাইটটি।
উড্ডয়নের ৩০ মিনিট পর অবতরণের জন্য পাইলট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ করলে সেখান থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অবতরণ না করে নিরাপদে ফিরে যাবার নির্দেশনা আসে।
এরপরই ফ্লাইটটি সোজা রাজশাহীতে এসে পৌঁছায় জানিয়ে মোশাররফ হোসেন বলেন, রাতে উড্ডয়নের ব্যবস্থা না থাকায় ফ্লাইটটি রাজশাহী বিমানবন্দরে অবস্থান করছে। সোমবার সকাল সাড়ে ৭টায় যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে উড়াল দেবে এটি।