ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে করোনায় কেউ মারা যায়নি।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত জেলায় মোট ৯৩ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪৯ দশমিক ৪৬ শতাংশ। এর আগে দিন বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ৫৩ দশমিক ৯৩ শতাংশ।
আরও পড়ুন: বিশ্বে করোনা আক্রান্ত ৩৮ কোটি ৭৫ লাখ ছাড়াল
জেলা সিভিল সার্জন ডা. নূর নেওয়াজ আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁও জেলায় অ্যান্টিজেন টেস্টে ৮৮ জনের মধ্যে ৪৩ জনের ও আরটি পিসিআর ল্যাবে পাঁচ জনের মধ্যে তিনজনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি জানান, মোট ৪৫২ জন রোগীর মধ্যে ৪৩৭ জন হোম আইসোলেশনে রয়েছেন ও ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আরও পড়ুন: করোনা ধনীদের রোগ!
জেলায় এ পর্যন্ত ৩২ হাজার ৫৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আট হাজার ৩৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ২৪২ জন।
এ জেলায় চলতি বছর ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ৬০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এই সময়ে কেউ মারা যাননি।