অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৭টি মামলায় বিভিন্ন বাড়ি ও স্থাপনার মালিককে এ জরিমানা করা হয়। সেই সাথে অন্যদের সতর্ক করা হয়েছে।
ডিএনসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আজ মোট ১২ হাজার ৪৯৬টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে মোট ৬৭টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া ৭ হাজার ৫১৩টি স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়।
আজ উত্তরা, মিরপুর, মহাখালী, মিরপুর-১০, কারওয়ান বাজার, হরিরামপুর, দক্ষিণখান, উত্তরখান, ভাটারা ও সাতারকুল অঞ্চলে অভিযান চালানো হয়।
চিরুনি অভিযান চলাকালে সম্ভাব্য সকল এডিস মশার প্রজনণস্থলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনাপূর্বক কীটনাশক ছিটানো হয় এবং জনসাধারণকে এ বিষয়ে পরবর্তীতে সতর্ক থাকতে বলা হয়েছে।
গত ৮ আগস্ট থেকে শুরু হওয়া চিরুনি অভিযানে আজ পর্যন্ত মোট ৭৮ হাজার ৩৬২টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে মোট ৪২৩টিতে এডিসের লার্ভা এবং ৪৫ হাজার ৭৭৯টিতে এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়।
এ পর্যন্ত মোট জরিমানা আদায় করা হয়েছে ৫ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা।