ঢাকায় ‘মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ’ উদ্বোধনের পর তিনি বলেন, আমরা এটিকে (ডেঙ্গু) চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, কারণ সব প্রতিষ্ঠান একযোগে কাজ করছে।
মশা মারার ওষুধের কার্যকারিতা সম্পর্কে মন্ত্রী দাবি করেন, আমরা পরীক্ষা করে এটি নিশ্চিত করেছি যে মশা নির্মূল করতে ব্যবহৃত ওষুধ কার্যকর। এখানে কোনো সমস্যা নেই।
গত ২০ জুলাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনক তবে নিয়ন্ত্রণের বাইরে নয়।
এর আগে চলতি মাসে শুরুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেন, ‘মশা নিধনে আমরা যেসব ওষুধ ব্যবহার করছি, তা প্রতিশ্রুতির চেয়ে কম কার্যকর… এবারে তুলনামূলকভাবে ডেঙ্গুর প্রাদুর্ভাবটা বেশি।’
তাজুলের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত মেয়র খোকন বলেন, ‘ডেঙ্গু জ্বরে তিন লাখ রোগী আক্রান্তের তথ্য সম্পূর্ণভাবে কাল্পনিক, বিভ্রান্তিমূলক। আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণ করে এর সমুচিত জবাব দেবো।’
গত ২১ জুলাই ডেঙ্গু জ্বরের জন্য দায়ী এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার জন্য রাজধানীতে প্রচারণা শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সিটি করপোরেশনের আওতায় ৫৭টি ওয়ার্ডে প্রতিদিন ৩০টি বাড়িতে মশা নিধন কর্মসূচি চলবে বলে জানান মেয়র।
উল্লেখ্য, এবছর মশাবাহিত ডেঙ্গু রোগ মারাত্মক আকার ধারণ করেছে। সরকারি তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে ২৩ জুলাই পর্যন্ত ৮ হাজার ৫৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আটজন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তারের তথ্য অনুযায়ী, বুধবার সারাদেশে ৫৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা শহরেই ৫৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গু জ্বর কি?
ডেঙ্গু জ্বরের উৎপত্তি ডেঙ্গু ভাইরাস দ্বারা এবং এই ভাইরাস বাহিত এডিস ইজিপ্টাই নামক মশার কামড়ে। স্বল্প ক্ষেত্রে অসুখটি প্রাণঘাতী ডেঙ্গু হেমোর্যাজিক ফিভারে পরিণত হয়। যার ফলে রক্তপাত, রক্ত অনুচক্রিকার কম মাত্রাএবং রক্ত প্লাজমার নিঃসরণ অথবা ডেঙ্গু শক সিন্ড্রোমে রূপ নেয়। যেখানে রক্তচাপ বিপজ্জনকভাবে কম থাকে।
ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশা কোন ব্যক্তিকে কামড়ালে সেই ব্যক্তি ৪ থেকে ৬ দিনের মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। এবার এই আক্রান্ত ব্যক্তিকে কোনো জীবাণুবিহীন এডিস মশা কামড়ালে সেই মশা ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশায় পরিণত হয়। এভাবে একজন থেকে অন্যজনে মশার মাধ্যমে ডেঙ্গু ছড়িয়ে থাকে।
ডেঙ্গুর উপসর্গগুলোর মধ্যে আছে জ্বর, মাথাব্যথা, পেশি এবং গাঁটে ব্যথা, এবং একটি বৈশিষ্ট্য ত্বকে র্যাশ যা হামজ্বরের সমতুল্য।