দেশে গত ২৪ ঘন্টায় সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও তিন জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৯০০ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু সংক্রান্ত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
আক্রান্তদের মধ্যে ঢাকার ৫২৮ জন ও ঢাকার বাইরের ৩৭২ জন রয়েছেন।
বুলেটিনে আরও বলা হয় বর্তমানে সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিন হাজার ২২৭ জন। এরমধ্যে ঢাকায় দুই হাজার ১৪৮ জন। আর ঢাকার বাইরে এক হাজার ৭৯ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত দেশে মোট ২৬ হাজার ৯৩৮ জন ডেঙ্গু আক্রান্ত হন। এর মধ্যে ঢাকায় ১৯ হাজার ৪৯৮ জন আর ঢাকার বাইরে আক্রান্ত হন সাত হাজার ৪৪০ জন আক্রান্ত হন।
এছাড়া একই সময়ে সারাদেশে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ২৩ হাজার ৬১২ জন রোগী। এরমধ্যে ঢাকায় ১৭ হাজার ২৯৫ জন আর ঢাকার বাইরের ছয় হাজার ৩১৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন।
এ নিয়ে গত ১ জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৯৯ জনের।
আরও পড়ুন: ডেঙ্গু জ্বরের লক্ষণ, নির্ণয়ের প্রক্রিয়া, চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থা
ডেঙ্গু: দেশে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৮৫৭
দেশে ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, শনাক্ত ৮৫৫