ডেনমার্কের উন্নয়ন সহযোগিতা ও বৈশ্বিক জলবায়ু নীতি বিষয়ক মন্ত্রী ড্যান জর্গেনসেন ঢাকায় এসেছেন।
মঙ্গলবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান অতিরিক্ত পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফরে জলবায়ু পরিবর্তনের এজেন্ডায় সম্পৃক্ত হওয়া এবং সবুজ প্রবৃদ্ধি ও বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে অংশীদারিত্ব বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হবে।
সম্প্রতি বাংলাদেশ ও ডেনমার্ক দ্বিপক্ষীয় উন্নয়ন কর্মসূচি ২০২৩-২০২৮ বাস্তবায়নে ৩০০ মিলিয়ন ডেনিশ ক্রোন বা প্রায় ৪৭৪ কোটি টাকার অনুদানভিত্তিক ফ্রেমওয়ার্ক চুক্তি সই করেছে।
আরও পড়ুন: বাংলাদেশ ও ডেনমার্কের যৌথ কর্মপরিকল্পনা শিগগিরই চালু
ফ্রেমওয়ার্ক চুক্তির কৌশলগত উদ্দেশ্যগুলোতে নারী ও মেয়েদের ক্ষমতায়নের মাধ্যমে গণতন্ত্রের শক্তিশালীকরণ, তরুণদের ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতার উন্নয়নের মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
ডেনমার্কের উন্নয়ন সহযোগিতা ও বৈশ্বিক জলবায়ু নীতি বিষয়ক মন্ত্রী ড্যান জর্গেনসেনের উপস্থিতিতে যৌথ কর্মপরিকল্পনা চালু করা হয়।
ডেনমার্ক সরকার এবং বাংলাদেশ সরকারের দ্বিপক্ষীয় সহযোগিতার ৫০ বছরের দীর্ঘ ইতিহাস রয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই দীর্ঘ সময়ে ডেনমার্ক কৃষি, পানি ও পয়ঃনিষ্কাশন, পরিবহন খাত, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার ও সুশাসন কর্মসূচির ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করে আসছে।
আরও পড়ুন: ডেনমার্কে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন
পঞ্চগড়ের টিউলিপ বাগান পরিদর্শনে ডেনমার্কের রাষ্ট্রদূত ও ইফাদের কান্ট্রি ডিরেক্টর