বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার মাধাইয়া-মীরগঞ্জ এলাকায় কুমিল্লা সিএনজি পাম্প সংলগ্ন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ছোটন ভূইয়া রাজধানীর কুড়িল-ভাটারা এলাকায় স্টেশনারি ব্যবসা করতেন। তিনি চান্দিনার মাধাইয়া ইউনিয়নের মীরগঞ্জ গ্রামের মৃত আয়েত আলী ভূইয়ার ছেলে।
নিহতের স্ত্রী আসমা আক্তার বলেন, ‘ছোটন ঢাকায় ব্যবসা করলেও প্রতি সপ্তাহে বাড়িতে আসত। বুধবার রাত ১০টায় সে ঢাকা থেকে বাড়িতে আসার জন্য বাসে ওঠার কথা ফোন করে জানায়। কিন্তু রাত ১টার দিকে তার মোবাইলে ফোন করলে ফোনটি রিসিভ হলেও সে কোনো কথা বলেনি। তখন অনেক মানুষের গোলযোগ শোনা গেছে। তারপর থেকে মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। বৃহস্পতিবার ভোরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পাওয়া যায়, মহাসড়কের পাশে তার লাশ পড়ে আছে।’
মাধাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. অহিদ উল্লাহ জানান, ধারণা করা হচ্ছে তাকে পূর্ব পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে চান্দিনা থানার ওসি মুহাম্মদ শামছুল ইসলাম জানান, নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।