ঢাকা, ০৮ সেপ্টেম্বর (ইউএনবি)- ঢাকা সাংবাদিক গৃহসংস্থান সমবায় সমিতি লিমিডেটের নির্বাচনে নুরুল হুদা সভাপতি এবং আমিনুল হক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মিরপুর সাংবাদিক আবাসিক এলাকায় সমিতি মিলানায়তনে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয় বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সম্পাদক ছাড়াও রফিকুল ইসলাম সহ-সভাপতি, বি এম শওকত আলী যুগ্ম সম্পাদক, মোবারক হোসেন কোষাধ্যক্ষ এবং রফিকউদ্দিন আহমেদ, হামিদুল ইসলাম, হেমায়েত হোসেন, সৈয়দ মো. ইসমাইল, শাহাদাত হোসেন ও মোসলে উদ্দিন নির্বাহী সদস্য নির্বাচিত হন।
সভায় সম্পাদক ও কোষাধ্যক্ষের প্রতিবেদন সর্বসম্মতিক্রমে পাস করা হয়।