ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
রবিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী- মনোনয়ন জমা দেয়ার শেষদিন ৩১ ডিসেম্বর, মনোনয়ন যাচাই-বাছাই ২ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ৯ জানুয়ারি।
ব্যালট পেপারের পরিবর্তে পুরো নির্বাচন ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অনুষ্ঠিত হবে, যোগ করেন সিইসি।
নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে তফসিল ঘোষণাকালে সিইসি বলেন, কোনোরকম বিরতি ছাড়াই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে।
নির্বাচনে ইসি যুগ্ম সচিব আবুল কাসেমকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এবং আরেক যুগ্ম সচিব আবদুল বাতেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে।
২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকার দুই সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়।