বেশ কয়েকবার মাঝারি বৃষ্টিপাতে শনিবার সিক্ত হয়েছেন রাজধানীবাসী।
আবহাওয়া অফিস রাজধানীতে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বলে জানিয়েছে আবহাওয়াবিদ মোহাম্মদ আফতাব উদ্দিন।
এদিকে, আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে ও সেই সাথে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সাথে বজ্রপাত এবং ঝড়ের সাথে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। একই সময় সারা দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
আগামী ৭২ ঘণ্টা বজ্রপাত ও বৃষ্টিসহ আবহাওয়ার এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিসের বুলেটিনে জানানো হয়েছে।