ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন জানান, গ্রেপ্তারদের কাছ থেকে চেতনানাশক ওষুধ এবং ছুরি উদ্ধার করেছে পুলিশ।
রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে ডিবি ওয়ারী বিভাগ ১৬ জন, সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ ১০ জন, ডিবি মতিঝিল বিভাগ ৯ জন, ডিবি রমনা বিভাগ ৮ জন, ডিবি লালবাগ বিভাগ ৮ জন ও ডিবি তেজগাঁও বিভাগ ৮ জনসহ অজ্ঞান পার্টির মোট ৫৯ জন সদস্যকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অজ্ঞান পার্টির সদস্যরা জানায়, ঈদ সামনে রেখে তারা ঢাকা শহরের বিভিন্ন মার্কেট/শপিংমল, পশুর হাট, বাসস্ট্যান্ড ও রেলস্টেশন এলাকায় আগত ব্যক্তিদের টার্গেট করে তাদের সাথে সখ্যতা গড়ে তোলেন। এরপর তাদের অপর সদস্যরা টার্গেটকৃত ব্যক্তি ও তাদের সদস্যকে ট্যাবলেট মিশ্রিত খাবার খওয়ার আমন্ত্রণ জানায়।
পুলিশ জানায়, টার্গেটকৃত ব্যক্তি ওই খাবার খেতে রাজি হলে ট্যাবলেট মিশ্রিত খাদ্যদ্রব্য তাকে খাওয়ানো হয় এবং চক্রের সদস্যরা সাধারণ খাবার গ্রহণ করে। খাওয়ার পর টার্গেটকৃত ব্যক্তি অচেতন হয়ে পড়লে তার মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা।