পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) প্রশাসনিক ভবনের উপাচার্যের লাউঞ্জে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে সভায় উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরীসহ অন্যান্য সিন্ডিকেট সদস্যরা ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সিন্ডিকেটের এক সদস্য জানান, সিদ্ধান্ত হওয়ার আগে সন্ধ্যা ৭টা থেকে পৌনে ৮টা পর্যন্ত বৈঠক চলে।
সিন্ডিকেটের আরেক সদস্য বলেন, বৈঠকের মূল আলোচ্য ছাত্র রাজনীতি থাকলেও এই সিদ্ধান্তের ফলে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।