সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে ঢাবির ১২টি ছাত্র সংগঠনের জোট ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’ ব্যানার থেকে এ আল্টিমেটাম দেয়া হয়।
এর আগে, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা শাহবাগ মোড়ে অবস্থান নেন। সেখানে তাদের প্রায় দুই ঘণ্টার অবস্থানে যান চলাচল বন্ধ হয়ে গেলে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এছাড়া, ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
এদিকে, ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে ধর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।
তিনি বলেন, ‘আমরা আশা করি সরকার এ ঘটনায় একই নিয়ম অনুসরণ করবে না এবং অপরাধীদের খুঁজে বের করে কার্যকর শাস্তি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনা ঘটাতে সাহস না করে।’
ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলা করেছেন বলে জানিয়েছে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহান হক।
ক্যাম্পাস থেকে বান্ধবীর বাসায় যাওয়ার পথে রাজধানীর কুর্মিটোলা এলাকায় রবিবার সন্ধ্যায় ধর্ষণের শিকার হয় দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওএসসিসি) চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর সহপাঠীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর অজ্ঞাত ব্যক্তি তাকে অজ্ঞান করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। রাত ১০টার দিকে জ্ঞান ফেরার পর তিনি সহপাঠীদের সাথে যোগাযোগ করেন। মধ্যরাতে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আক্তারুজ্জামান, প্রক্টর গোলাম রাব্বানী এবং সহপাঠীরা ভুক্তভোগী ছাত্রীর সাথে দেখা করেছেন।