মঙ্গলবার কুর্মিটোলা এলাকায় ঢাবি ছাত্রীকে ধর্ষণের ঘটনার তদন্তের বিষয়ে ইউএনবির সাথে আলাপকালে তিনি আরও বলেন, ‘আমরা কুর্মিটোলা গলফ ক্লাবের মূল ফটকের ক্লোজ সার্কিট টেলিভিশনের (সিসিটিভি) ফুটেজ সংগ্রহ করেছি। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।’
এছাড়া পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাভেদ পাটোয়ারী বলেছেন, পুলিশ ধর্ষণের ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং তারা তাদের যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে।
মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে সাংবাদিকদের সাথে আলাপকালে আইজিপি এ কথা বলেন।
ধর্ষণের ঘটনাটিকে ভয়াবহ উল্লেখ করে তিনি আরও বলেন, পুলিশ এই ঘটনাটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্ত করছে। আমরা ধর্ষককে চিহ্নিত করার এবং তাকে আইনের আওতায় আনার যথাসাধ্য চেষ্টা করছি। আমি আশা করি, আগের ঘটনাগুলোর মতো আমরা অপরাধীকে শনাক্ত করতে সক্ষম হবো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আলটিমেটাম সম্পর্কে আইজিপি বলেন, ‘সময়সীমা নিয়ে তদন্ত শেষ করা সম্ভব নয়।’
প্রসঙ্গত, ক্যাম্পাস থেকে বান্ধবীর বাসায় যাওয়ার পথে রাজধানীর কুর্মিটোলা এলাকায় রবিবার সন্ধ্যায় ধর্ষণের শিকার হন ওই ছাত্রী।
ভুক্তভোগীর সহপাঠীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর অজ্ঞাত ব্যক্তি তাকে অজ্ঞান করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। রাত ১০টার দিকে জ্ঞান ফেরার পর তিনি সহপাঠীদের সাথে যোগাযোগ করেন। মধ্যরাতে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ধর্ষণের এ খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবারও উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ধর্ষকদের গ্রেপ্তারের পাশাপাশি সর্বোচ্চ শাস্তির দাবিতে সোমবার ৪৮ ঘণ্টার আলটিমেটামও দেন শিক্ষার্থীরা।
সোমবার ধর্ষণের শিকার মেয়েটি পুলিশকে জানায়, ধর্ষক একা ছিল।
এদিকে ভুক্তভোগীর বাবা ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেছেন।