কবি, সমাজবিজ্ঞানী ও শেকড়সন্ধানী লেখক অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজীকে চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানমকে সেক্রেটারি জেনারেল করে ২০২৫ থেকে ২০২৮ সাল মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সোশ্যাল থিংকিং রিসার্চ সেন্টারের (ডিইউএসটিআর) নির্বাহী পর্ষদ গঠিত হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত কাউন্সিলে এ কমিটি গঠিত হয়। এতে ভাইস চেয়ারম্যান পদে শিক্ষাবিদ অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, ড. ফোরকান উদ্দিন আহাম্মদ ও সাবেক ছাত্রনেতা মোড়ল জিয়াউর রহমান নির্বাচিত হন।
সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জেনারেল পদে প্রকৌশলী মোহাম্মদ নওশাদুল হক, জয়েন্ট সেক্রেটারি জেনারেল পদে নারীনেত্রী অধ্যাপক নায়লা ইসলাম ও ডা. তৌফিক রেজা খান নির্বাচিত হন।
এছাড়া, সাংগঠনিক সম্পাদক পদে কোটা সংস্কার আন্দোলনের রূপকার ও দৈনিক ইনকিলাবের জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ, দপ্তর সম্পাদক পদে আরিফুল ইসলাম নির্বাচিত হন।
অর্থ সম্পাদক পদে মঈন খান, সমাজকল্যাণ সম্পাদক পদে সাদিয়া তাসলিম, যুব সম্পাদক পদে জসীম উদ্দীন সৈকত, ক্রীড়া সম্পাদক পদে তন্ময় সরকার, সাংস্কৃতিক সম্পাদক পদে আশিক উল্লাহ সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রিয়াঙ্কা বিশ্বাস পিংকি নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: ঢাবিকে শব্দদূষণমুক্ত ঘোষণা করার আহ্বান পরিবেশ উপদেষ্টার
এ ছাড়াও আন্তর্জাতিক সম্পাদক পদে আমরিন আক্তার প্রমি, অনুষ্ঠান সম্পাদক পদে নাহিদ হাসান নাবিল নির্বাহী সদস্য পদে সার্জিয়া ফেরদৌসী, আনিছুর রহমান মীর, মাকসুদা আক্তার (মিতু), তানিয়া আক্তার সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন।
এ সময় অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী বলেন, “বর্তমান সরকার, জাতীয় আন্তর্জাতিক সংস্থাসমূহের সঙ্গে যোগাযোগ রক্ষা করে ঢাবি সোশ্যাল থিংকিং রিসার্চ সেন্টারকে একটি পূর্ণাঙ্গ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নতুন কমিটি অঙ্গীকারবদ্ধ। আমরা ‘হোমোক্রেসি’ নামে একটি আন্তর্জাতিক মানসম্মত জার্নাল উপহার দেব।”
এ সময় শিক্ষা ও ইতিহাস কমিশন গঠনের দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র মেরামতের কাজে অংশগ্রহণ করা উচিত। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিন। নির্বাচিত জনপ্রতিনিধিগণ জনতার ক্ষমতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সংস্কার করবেন।’